মোসাব্বর হাসান মুসা, বগুড়া প্রতিনিধি:
দুপচাঁচিয়া সদর ইউনিয়নের ১০ টাকা কেজি দরের চাল বিতরণ এর গতকাল সকাল দশটায় উদ্বোধন করা হয়েছে।
হাট সাজাদপুর এর ডিলার ইমরান আলির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহি অফিসার এস এম জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন দুপচাঁচিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা, উপজেলা খাদ্য পরিদর্শক সুপারভাইজার, দুপচাঁচিয়া সদর ইউনিয়নের প্রায় শতাধিক উপকারভোগী পুরুষ-মহিলারাএসময় উপস্থিত ছিলেন।
উপকারভোগী মঞ্জুয়ারা জানান এবারের যে চাল বিতরণ করা হয়েছে অত্যন্ত নিম্নমানের এবং লাল চাল মিশেল রয়েছে। হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ এর কথা সরকারের থাকলেও সেটির সুফল বয়ে এনেছে বলেও জানান উপজেলা নির্বাহি অফিসার এস এম জাকির হোসেন। উপজেলা খাদ্য কর্মকর্তা জানান উক্ত চালগুলিতে পুষ্টিগুণ মিশ্রিত করার কারণে কিছুটা লাল হওয়ার সম্ভাবনা রয়েছে।