মোছাব্বর হাসান মুসা বগুড়া জেলা প্রতিনিধি:

দুপচাঁচিয়া থানা পুলিশ আয়োজিত কমিউনিটি সচেতনতামূলক সভা গতকাল জিয়ানগর বাজারে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

নারী নির্যাতন বন্ধ করি নিরাপদ সমাজ গড়ি। বাল্যবিয়ে প্রতিরোধ করি শিশু বান্ধব সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জিয়ানগর ইউনিয়ন পরিষদের বিট পুলিশিং অফিসার উপ-পরিদর্শক এস আই নাসির এর সার্বিক সহযোগিতায় ও এএসআই মামুনের প্রচেষ্টায় জিয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদারের নির্দেশনায় একটি সফল কমিউনিটি সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইন চার্জ হাসান আলীর সার্বিক দিক নির্দেশনা ও তার কর্ম ততপরতা ও জ্ঞান দক্ষতার ভূয়ীসি প্রসংশা করেন বিভিন্ন বক্তারা। তিনি বাল‍্য বিয়ে, নারি নির্যাতন ইভটিজিং এই থানায় বহু অংশে নিয়ন্ত্রনে সক্ষম হয়েছেন বলে সভায় বক্তারা আলোচনায় নিয়ে এসেছেন। শুধু তাই নয় যুবকদের খেলাধুলা ফুটবল হাডুডু ও ক্রিকেট খেলায় উদ্দীপনা যুগিয়েছেন। সেজন‍্য এই থানা এলাকায় অপরাধ কমে গেছে বলেও জানান এলাকাবাসি।

দুপচাঁচিয়া থানার সেকেন্ড অফিসার এসআই শাহজাহান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলার আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কে এইচ এম এরশাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনএফপিএর বগুড়া জেলা প্রতিনিধি তামিমা ইয়াসমিন,  দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার, জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ারুল আজাদ লিটন, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি কায়সার আলী, আওয়ামী লীগ নেতা আবদুল জলিল,  আওয়ামী লীগ নেতা আইনুদ্দিন, দুপচাঁচিয়া থানার নারী হেল্পডেক্স এর এ এস আই নুরতাজ, নারী হেল্প ডেক্স এর শামীমা, দুপচাঁচিয়া উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোসাব্বর হাসান মুসা ও মোহনা টেলিভিশনের দুপচাঁচিয়া প্রতিনিধি আরএম লোটাস প্রমুখ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে