মোঃমাসুদ রানা দুপচাঁচিয়া, বগুড়া :
দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে গত ৮ মার্চ দিবাগত রাত্রীতে ও বিকালে মাদক কারবারীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
দুপচাঁচিয়া থানা সুত্রে জানা যায়,
এসআই(নিঃ) মোঃ মোসাদ্দেকুল ইসলাম, দুপচাঁচিয়া থানা, বগুড়া সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ)/এএসআই মোঃ সোহেল রানা,  মোছাঃ শিমু আক্তারগণ দুপচাঁচিয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দুপচাঁচিয়া পৌরসভাস্থ মহলদারপাড়া সাকিনস্থ জনৈক মোঃ আঃ করিমের বসত বাড়ীর সামনে আসামী মোছাঃ শাহিদা বিবি ধলী(৫৭), স্বামী-মোঃ আঃ করিম, সাং-মহলদারপাড়া, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াকে একটি সাদা পলিথিন এর ভিতর সাদা কাগজে মোড়ানো সর্বমোট ২৫(পঁচিশ) পুরিয়া গাঁজা যার ৫০(পঞ্চাশ)গ্রামসহ ০৮/০৩/২০২২ খ্রিঃ সন্ধ্যা ০৭.৫৫ ঘটিকায় গ্রেফতার করেন এবং উক্ত আসামীর পরিহিত পায়জামার ডান টেমর থেকে প্রাপ্ত গাঁজা গুলি সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
উক্ত ঘটনায় দুপচাঁচিয়া থানা পুলিশের
এসআই(নিঃ) মোঃ মোসাদ্দেকুল ইসলাম বাদী হয়ে একখানা এজাহার দায়ে করলে  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়।
এছাড়াও আসামী ১। মোঃ নাইম(২৬), পিতা-মোঃ সোলায়মান, সাং-তেতুলিয়া, ২। মোঃ ছানোয়ার হোসেন(৩০), পিতা-মৃত আব্দুর রশিদ, সাং-মাটিহাস, উভয় থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াদ্বয় দুপচাঁচিয়া থানাধীন গুনাহার ইউপির পালোকুরী মাদ্রাসা এলাকায় সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনগন আটক করে থানায় সংবাদ দিলে এসআই(নিঃ)/মোঃ রাসেল আহম্মেদ ফোর্সসহ ঘটনাস্থলে ০৮/০৩/২০২২ তারিখ বিকাল ১৬.৩০ ঘটিকার সময় পৌছিলে আটককৃত ব্যক্তিদ্বয়’কে নাম-ঠিকানা জিজ্ঞাসা করিলে তাহারা উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং তাহারাদের উক্ত এলাকায় ঘোরাফেরা করার কারণ জিজ্ঞাসাবাদ করিলে তাহারা কোন সন্তোষজনক জবাব দিতে পারে না। আসামীদ্বয় উক্ত স্থানে অবস্থান করিয়া কোন ধর্তব্য অপরাধ করিতে পারে সন্দেহ হওয়ায় তাহাদেরকে অপরাধ নিরোধকল্পে ফৌঃকাঃবিঃ ১৫১ ধারা মোতাবেক গ্রেফতার করা হয়।
এ ছাড়া আরো০২ টি অভিযানে পুলিশ পরিদর্শক(তদন্ত)জনাব মোঃ আব্দুর রশিদ এর নেতৃত্বে এসআই মোঃ শাহজাহান আলী, এসআই মোঃ মোসাদ্দেকুল ইসলাম, এসআই নিয়ামান নাসির, এএসআই মোঃ সিরাজুল, এএসআই মোঃ ফরিদুল ইসলামগণের সহায়তায় ০৮/০৩/২০২২ তারিখে দিবাগত রাত্রীতে ওয়ারেন্ট ভুক্ত ১।  আসামী মোঃ আঃ ছালাম(৫৫), পিতা-মৃত আয়ের উদ্দিন মন্ডল, সাং-দুপচাঁচিয়া মাস্টারপাড়া ২।  মোছাঃ রেহেনা বেগম(৫০), স্বামী-মোঃ জাহিদুল ইসলাম, সাং-দুপচাঁচিয়া মাস্টারপাড়া, ৩।  মোছাঃ জাকিয়া বেগম ওরফে জনি(২৮), সাং-দুপচাঁচিয়া মাস্টারপাড়া, ৪।  মোঃ কামরুল ইসলাম মার্কিন, পিতা-মৃত তজি খন্দকার, সাং-জিয়ানগর মিয়াপাড়া (হঠাৎপাড়া), সর্ব থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াগণ কে গ্রেফতার করা হয়।
সকল আসামীদের’ আজ ৯ মার্চ বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে মর্মে নিশ্চিৎ করেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে