মোঃ মাসুদ রানা দুপচাঁচিয়া, বগুড়া :
গত ৭ মার্চ দিবাগত রাত্রীতে দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে -৭ জন জুয়ারু কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
দুপচাঁচিয়া থানা সুত্রে জানা যায়,
এসআই(নিঃ)/মোঃ এরশাদ আলী সঙ্গীয় অফিসার ও ফোর্স এসআই (নিঃ)/ মোঃ বকুল হোসেন, এসআই(নিঃ)/মোঃ সুজাউদ্দৌলা সরকার, এএসআই(নিঃ)/মোঃ মামুনুর, এএসআই(নিঃ)/কমল চন্দ্র, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ রবিউল ইসলামগণ দুপচাঁচিয়া থানা এলাকায় জুয়া নিরোধ কল্পে বিশেষ অভিযান পরিচালনা কালে দুপচাঁচিয়া পৌরসভার চকসুখানগাড়ী সাকিনে দুপচাঁচিয়া উপজেলা মিনি ট্রাক শ্রমিক সমবায় সমিতি লিঃ এর পূর্ব দুয়ারী অফিস কক্ষে আসামী ১। মোঃ শফিকুল ইসলাম শফি(৪৮), পিতা-মৃত সোলেমান, সাং- ধাপসুখানগাড়ী, থানা-দুপচাঁচিয়া, ২। মোঃ গোলাম মোস্তফা(৪৫), পিতা-মৃত মকবুল হোসেন, সাং-জাঙ্গালপাড়া, থানা-কাহালু, ৩। মোঃ ছানোয়ার হোসেন জামাল (৩৮), পিতা-মৃত হায়দার আলী, সাং-ধাপসুখানগাড়ী, থানা-দুপচাঁচিয়া, ৪। মোঃ সোহেল(৫০),পিতা-মোহাম্মদ আলী, সাং-জাঙ্গালপাড়া, ৫। মোঃ আঃ জলিল (৩৫), পিতা-মৃত বাহার উদ্দিন মন্ডল, সাং-বাঘোপাড়া, উভয় থানা-কাহালু, ৬। মোঃ মিঠু প্রাং(৩০), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-ধাপসুখানগাড়ী বম্বোপাড়া, থানা-দুপচাঁচিয়া, ৭। মোঃ আঃ খালেক (৩৩), পিতা-মোঃ সরাফত আলী, সাং-নয়াপাড়া, থানা-কাহালু সকলের জেলা-বগুড়াদেরকে নগদ অর্থ ৫৫,১৩৫/-(পঞ্চান্ন হাজার একশত পয়ত্রিশ) টাকা, ২. ০৭ টি মোবাইল ফোন যাহার মডেল-SAMSUNG A2 Core, Nokia-1190, Winmax MH50, SAMSUNG DOS, Nokia-TA1114, MARCEL T01, Redmi, ৩. ০২(দুই) সেট জুয়া খেলার তাস, ৪. ০১(এক) টি প্লাষ্টিকের মাদুড়সহ ০৭/০৩/২০২২ খ্রিঃ রাত্রী ১১.৪০ ঘটিকায় গ্রেফতার করেন এবং উক্ত আসামীদের নিকট হতে আলামত গুলি সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
উক্ত ঘটনায় দুপচাঁচিয়া থানা পুলিশের
এসআই(নিঃ)/মোঃ এরশাদ আলী বাদী হয়ে একখানা এজাহার দায়ে করলে প্রকাশ্য জুয়া আইনের১। মোঃ শফিকুল ইসলাম শফি, ২। মোঃ গোলাম মোস্তফা, ৩। মোঃ ছানোয়ার হোসেন জামাল, ৪। মোঃ সোহেল, ৫। মোঃ আঃ জলিল, ৬। মোঃ মিঠু প্রাং, ৭। মোঃ আঃ খালেক গণ এর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়।
উক্ত আসামীদের’কে আজ মঙ্গলবার দুপুরে বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে মর্মে নিশ্চিৎ করেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ।