মোঃমাসুদ রানা,দুপচাঁচিয়া, বগুড়া :
গত ৪ ফ্রেরুয়ারী ও ৫ ফ্রেরুয়ারী দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে মাদক বিক্রেতা সহ ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
দুপচাঁচিয়া থানা সুত্রে জানা যায়, এসআই(নিঃ)/ মোঃ নিয়ামান নাসির সঙ্গীয় এএসআই(নিঃ)মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দুপচাঁচিয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে তালোড়া পৌরসভা সাবলা গ্রামস্থ্য জনৈক মোঃ সেলিম ফকির পিতা আক্কাস ফকির এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ আব্দুর রাজ্জাক ওরফে রুবেল (৪৭), পিতা-মৃত আব্দুল ওয়াহেদ গ্রাম সাবলা দক্ষিণ থানা দুপচাঁচিয়া জেলা-বগুড়াকে ৪০(বিশ)পুরিয়া গাঁজা যার ওজন ১০০ (একশত) গ্রামসহ ০৪/০৩/২০২২ খ্রিঃ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় গ্রেফতার করেন এবং উক্ত আসামীর নিকট থেকে প্রাপ্ত গাঁজা গুলি সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
উল্লেখিত ঘটনায় এসআই(নিঃ)/মোঃ নিয়ামান নাসির বাদী হয়ে একখানা এজাহার দায়ের করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়।
দুপচাঁচিয়া থানার অপর একটি মাদক বিরোধী অভিযানে এসআই(নিঃ)মোঃ এরশাদ আলী, দুপচাঁচিয়া থানা, বগুড়া সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ সিরাজুল ইসলাম ফোর্স সহ দুপচাঁচিয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গুনাহার ইউপি অন্তর্গত ভাতহান্দা গ্রামের জনৈক মোঃ বাচ্চু মিয়া পিতা মৃত আছমত এর বসতবাড়ি থেকে আসামি বাচ্চু মিয়া (৬১), পিতা মৃত আছমত ফকির গ্রাম ভাতহান্দা থানা দুপচাঁচিয়া জেলা বগুড়াকে ২৫ (পঁচিশ) পুরিয়া যার ওজন ৫০ গ্রাম গাঁজাসহ ০৫/০৩/২০২২ খ্রিঃ রাত্রী ০০.৩০ ঘটিকায় গ্রেফতার করেন এবং উক্ত আসামীর হেফাজত থেকে প্রাপ্ত গাঁজা গুলি সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
উল্লেখিত ঘটনায় এসআই(নিঃ)মোঃ এরশাদ আলী বাদী হয়ে একখানা এজাহার দায়ের করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়।
এছাড়াও পৃথক অপর ০২ টি অভিযানে পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ আব্দুর রশিদ এর নেতৃত্বে এসআই মোঃ শাহজাহান আলী, এসআই মোঃ মোসাদ্দেকুল ইসলাম, এসআই নিয়ামান নাসির, এএসআই মোঃ সিরাজুল, এএসআই মোঃ ফরিদুল ইসলামগণের সহযোগিতায় ০৪/০৩/২০২২ তারিখে দিবাগত রাত্রীতে ওয়ারেন্ট ভুক্ত ১। মোঃ মোস্তফা কামাল, মোঃ বাচ্চু মিয়া, গ্রাম ভাতহান্দা থানা দুপচাঁচিয়া জেলা বগুড়া ২। মোঃ শফিকুল ইসলাম কাজল, পিতা-মৃত আবুল হোসেন শেখ, সাং কাথহালী শিপুর পাড়া থানা দুপচাঁচিয়া জেলা বগুড়া ৩। মোঃ ইসহাক আলী ওরফে বাঘা, পিতা- মোহাম্মদ আলী আকন্দ, সাং-বেলুঞ্জ আকন্দপাড়া থানা দুপচাঁচিয়া জেলা বগুড়া দেরকে গ্রেপ্তার করা হয়।
সকল আসামীদের ৫ ফ্রেরুয়ারী রোজ শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে নিশ্চিৎ করেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ।