মোঃমাসুদ রানা দুপচাঁচিয়া,বগুড়া :
অদ্য ৩ মার্চ দিবাগত রাত্রীতে দুপচাঁচিয়া থানার অভিযানে মাদক বিক্রেতা সহ ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
দুপচাঁচিয়া থানা সুত্রে জানা যায়, এসআই(নিঃ)/ মোঃ সুজাউদ্দৌলা সরকার সঙ্গীয় এএসআই(নিঃ)মোঃ সিরাজুল ইসলাম, কং/১০৮৭ মোঃ আঃ হাকিমগণ দুপচাঁচিয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোবিন্দপুর ইউপির চৌমহনী বগুড়া পল্লী বিদ্যুত সমিতি-১ দুপচাঁচিয়া জোনাল অফিস এর মেইন গেইটের সামনে বগুড়া টু নওগাঁ গামী পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ সাগর (২০), পিতা-মোঃ মজিদুল ইসলাম, সাং-খিয়ালী চকপাড়া, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াকে একটি সাদা পলিথিন এর ভিতর সর্বমোট ২০(বিশ)পুরিয়া গাঁজা যার ৫০(পঞ্চাশ)গ্রামসহ ০৩/০৩/২০২২ খ্রিঃ বিকাল ০৫.১৫ ঘটিকায় গ্রেফতার করেন এবং উক্ত আসামীর প্যান্টের পকেট থেকে প্রাপ্ত গাঁজা গুলি সাক্ষীদের সম্মুখে জব্দ করেন।
উল্লেখিত ঘটনায় এসআই(নিঃ)/মোঃ সুজাউদ্দৌলা সরকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মোঃ সাগর এর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেন।
দুপচাঁচিয়া থানার অপর একটি মাদক বিরোধী অভিযানে এসআই(নিঃ)মোঃ মোসাদ্দেকুল ইসলাম, দুপচাঁচিয়া থানা, বগুড়া সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) মোঃ মামুনুর রশিদ, এএসআই(নিঃ) মোঃ ফরিদুল ইসলাম, কং/১০৮৭ মোঃ আঃ হাকিম, কং/১২৫২ মোঃ সুলতান হোসেনগণ দুপচাঁচিয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে থানা বাসস্ট্যান্ড বাজারে জনৈক মোঃ লুৎফর রহমান খোকার গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ রাজু প্রামানিক(৩২), পিতা-মোঃ রেজাউল প্রামানিক, সাং-পলিপাড়া, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াকে একটি সাদা পলিথিন এর ভিতর সাদা কাগজে মোড়ানো সর্বমোট ২৫(পঁচিশ) পুরিয়া গাঁজা যার ৫০(পঞ্চাশ)গ্রামসহ ০৩/০৩/২০২২ খ্রিঃ রাত্রী ১১.২৫ ঘটিকায় গ্রেফতার করেন এবং উক্ত আসামীর লুঙ্গির ডান টেমর থেকে প্রাপ্ত গাঁজা গুলি সাক্ষীদের সম্মুখে জব্দ করেন।
উল্লেখিত ঘটনায় এসআই(নিঃ)মোঃ মোসাদ্দেকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মোঃ রাজু প্রামানিক এর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেন।
এ ছাড়া আরো ০২ টি অভিযানে পুলিশ পরিদর্শক(তদন্ত)জনাব মোঃ আব্দুর রশিদ এর নেতৃত্বে এসআই মোঃ শাহজাহান আলী, এসআই মোঃ মোসাদ্দেকুল ইসলাম, এসআই নিয়ামান নাসির, এএসআই মোঃ সিরাজুল, এএসআই মোঃ ফরিদুল ইসলামগণের সহায়তায় ইং ০৩/০৩/২০২২ তারিখে দিবাগত রাত্রীতে ওয়ারেন্ট ভুক্ত ১। জি.আর ১৫৮/১৪(দুপঃ) এর আসামী মোঃ দুলাল সরদার,পিতা-মোঃ আফাজ সরদার, সাং-পাওগাছা সরদারপাড়া ২। জি.আর ৯৪/২১(দুপঃ) এর আসামী মোঃ আব্দুল করিম(৪৭), পিতা-মৃত আঃ জব্বার, সাং-দুপচাঁচিয়া মন্ডলপাড়া ৩। জি.আর নং-০৩/২০(দুপঃ) এর আসামী মোঃ শহিদুল ইসলাম, পিতা-মৃত শেপু প্রাং, সাং-দুপচাঁচিয়া সরদারপাড়া ৪। জিআর নং-২২/১৫ দায়রা এর আসামী মোঃ আনারুল ইসলাম, পিতা-মোঃ মনছুর আলী,সাং-চৌধরীপাড়া ৫। সি.আর-৮৪/২০(ক্ষেতঃ) এর আসামী মোঃ মাসুদ হাসান(নান্ন), পিতা-মোঃ রুহুল আমিন, সাং-ধাপহাট ৬। মোকদ্দমা নং-১৪৪ সি/২০২১(দুপ) এর আসামী মোঃ মজিবর প্রাং, পিতা-মৃত মহির উদ্দিন প্রাং, সাং-মাধাইমুড়ি বরহী ৭। মামলা নং-১৩০৯/১৬ দায়রা এবং জি.আর নং-৮৮/১৬(দুপঃ) এর আসামী মোঃ রাজু(৩২),পিতা-মোঃ রেজাউল, সাং-পলিপাড়া, সর্ব থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াগণ গ্রেফতার করেন।
আসামীদের’কে আজ ৪ মার্চ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে মর্মে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ নিশ্চিত করেন।