মোঃ মাসুদ রানা,দুপচাঁচিয়া, বগুড়া :
বগুড়া জেলার দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে ৬ জন জুয়ারী কে গত ২৯ মার্চ বিকালে গ্রেফতার করতে সক্ষম হয়েছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
দুপচাঁচিয়া থানা সুত্রে জানা যায়, এসআই(নিঃ) মোঃ এরশাদ আলী সঙ্গীয় অফিসার ও ফোর্স এএসআই(নিঃ)/মোঃ আমিনুল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ ইয়াকুব আলী, মোঃ সুলতান হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মনজুর রহমানগণ দুপচাঁচিয়া থানা এলাকায় জুয়া নিরোধ কল্পে বিশেষ অভিযান পরিচালনা কালে দুপচাঁচিয়া চৌমুহনী বাজার এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, দুপচাঁচিয়া থানাধীন মাটিহাস সাকিনস্থ জনৈক মোঃ চাঁন মিয়া(৬০) এর পরিত্যক্ত ফাঁকা জমিতে আসামী ১। মোঃ শহীদ হোসেন মাসুম(৩৩), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-ডিমশহর. ২। মোঃ আঃ রাজ্জাক(৫০), পিতা-মৃত কাশেম, সাং-বড় করমজি, বর্তমান সাং-তেতুলিয়া, ৩। মোঃ আমজাদ হোসেন(৫১), পিতা-মৃত হাজী বাশোরতুল্লাহ মন্ডল, সাং-মাটিহাস, ৪। মোঃ আবু সাইদ(৬৪), পিতা-মৃত হযরতুল্লাহ ফকির, সাং-ভাতহান্দা, ৫। মোঃ এজাজুল ইসলাম(৩২), পিতা-মোঃ আবু সাইদ, সাং-মোস্তফাপুর, সর্ব থানা-দুপচাঁচিয়া, ৬। মোঃ গোলাম রব্বানী(৩৮), পিতা-মোঃ খলিলুর রহমান, সাং-নারহট্ট সরদারপাড়া, থানা-কাহালু সকলের জেলা-বগুড়াদেরকে নগদ অর্থ ২,১৫০/-(দুই হাজার একশত পঞ্চাশ), টাকা, ২. ০২(দুই) সেট জুয়া খেলার তাস, ৩. ০১(এক) টি প্লাষ্টিকের মাদুরসহ ২৯/০৩/২০২২ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকায় গ্রেফতার করেন এবং উক্ত আসামীদের নিকট হতে আলামত গুলি সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
এই ঘটনায় এসআই(নিঃ) এরশাদ আলী বাদী হয়ে একখানা এজাহার দায়ে করলে সালের প্রকাশ্য জুয়া আইনের উপরোক্ত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।
সকল আসামী’কে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে নিশ্চিৎ করেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ।