রফিকুল ইসলাম,দুপচাঁচিয়া প্রতিনিধি:
দুপচাঁচিয়া উপজেলায় নতুন ভূমি অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল সকাল ১১ টায় দুপচাঁচিয়া উপজেলা ভূমি অফিসের উদ্বোধন করা হয় বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক নতুন ভবনের ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় সাথে ছিলেন দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদুর রহমান বিপ্লব। দুপচাঁচিয়া উপজেলা নির্বাহি অফিসার এস এম জাকির হোসেন। উপজেলার সহকারি কমিশনার( ভূমি ) আবু সালেহ মোহাম্মদ হাসানাত। মুক্তিযোদ্ধা সুজাত আলী। জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ মোছাব্বর হাসান মুসা। দীর্ঘদিন যাবৎ দুপচাঁচিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি অফিসটি জরাজীর্ণ ভবনে কার্যক্রম পরিচালিত করে আসছিলেন। এখন থেকে মনোরম পরিবেশে নতুন ভবনে অফিসের কার্যক্রম পরিচালিত হবে। বগুড়া জেলা প্রশাশক জিয়াউল হক এটির উদ্বোধন করে জিয়ানগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।