মোঃ মাসুদ রানা, (দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি):
দুপচাঁচিয়ায় পহেলা বৈশাখ উপলক্ষে রথ যাত্রার র্যালি বের করা হয়।
দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পহেলা বৈশাখে রথ যাত্রার একটি র্যালি বের করা হয়। র্যালিটি মেইন মেইন সড়ক প্রদক্ষিন করে এবং উপজেলা গিয়ে র্যালিটি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদি, দুপচাঁচিয়া উপজেলা সহকারী ভূমি কমিশনার রূপম দাস, দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ, দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, দুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোহিদুল হোসেন মহলদার, আরো বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।