বিশেষ প্রতিনিধি:
সম্প্রতি ভারত-বাংলাদেশ যৌথ সম্পাদনায় প্রকাশিত হতে চলেছে বাংলা ভাষায় ধর্মনিরপেক্ষ আধুনিক বিজ্ঞানধর্মী ইতিহাসচর্চা গ্রন্থ ‘বাংলার ইতিহাস অন্বেষণ’ ।
উক্ত গ্রন্থে লেখা পাঠাবার জন্য ইতিহাসের ছাত্রছাত্রী, শিক্ষক, গবেষক ও শিক্ষাবিদদের কাছ থেকে এই মর্মে সম্পাদকদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিও জারী করা হয়েছে। লেখা পাঠাবার শেষ তারিখ ১৫ই এপ্রিল ২০২১। গ্ৰন্থটির সম্ভাব্য প্রকাশকাল জানুয়ারী ২০২২। গ্ৰন্থটির সম্পাদনা করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগীয় প্রধান ও চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা সুরাইয়া আক্তার, পুরুলিয়ার অচ্ছুরাম মেমোরিয়াল কলেজের ইতিহাসের বিভাগীয় প্রধান অধ্যাপক সমর কান্তি চক্রবর্ত্তী, শ্রীচৈতন্য কলেজ,হাবড়া ইতিহাস বিভাগের শিক্ষক ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পি এইচ ডি গবেষক কৌশিক দত্ত ও ডোমজুরের আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অনন্ত চন্দ্র। দুই বাংলার ইতিহাস সমাজ সংস্কৃতি সহ অবিভক্ত বাংলার ইতিহাসের নানা দিক নিয়ে এই গবেষণা গ্রন্থে আলোকপাত করা হবে বলে জানিয়েছেন গ্রন্থটির অন্যতম সম্পাদক কৌশিক দত্ত। এর ফলে ইতিহাস ও সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রীদের সামনে ইতিহাস গবেষণার নতুন দিক উম্মোচিত যেমন হবে তেমন দুই বাংলার মৈত্রীর বন্ধন সুদৃঢ় হবে বলে উদ্যোক্তাদের বিশ্বাস।