মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন সু-সময়ের বন্ধু নয় দুঃসময়ের বন্ধুদের আপন করে রাখবেন। কারন সু-সময়ে যারা পাশে থাকে এবং দুঃসময়ে যাদের পাশে পাওয়া যায়না তারা প্রকৃত বন্ধু নয়। প্রতিমন্ত্রী বলেন আমরা যে কোন দুর্যোগের সময় আপনাদের পাশে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো। শনিবার সকালে নাটোরের সিংড়া পৌর সভার গাইন পাড়া মহল্লায় বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শিশু খাদ্য ও ত্রাণ বিতরণ কালে এই কথা গুলো বলেন। এসময় বক্তব্য রাখেন সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস,চায়না রেলওয়ে গ্রুপের কি একাউন্ট ম্যানেজার মোঃ আবু কাওছার, নাটোর জেলা পরিষদের সদস্য মোঃ সাজ্জাদ হোসেন সহ অন্যরা। অনুষ্ঠানে গাইন পাড়া,পাড় সিংড়া সহ বিভিন্ন মহল্লায় প্রতিমন্ত্রী পলকের ব্যক্তিগত সহযোগিতায় ৬০০টি পরিবারের মাঝে শিশু খাদ্য সামগ্রী ও ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া চায়না রেলওয়ে গ্রুপের পক্ষ থেকে আরও ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী পলক।