রাজস্থান রয়্যালসের বিপক্ষে দাপুটে জয়ের পরের ম্যাচেই বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিধ্বস্ত হয়েছে দিল্লির ক্যাপিটালসের কাছে। দিল্লির ১৯৬ রানের জবাবে ৯ উইকেটে ১৩৭ রানের বেশি করতে পারেনি কোহলিরা। ফলে ৫৯ রানের দারুণ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন দিল্লি।
সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯৬ রান তুলেছিল দিল্লি। মার্কান স্টয়েনিস ২৬ বলে ২ ছক্কা ও ৬ চারে অপরাজিত ৫৩ রান করেন। পৃথ্বি’শ করেন ৪২ রান। এ ছাড়া রিশাব পন্ত ৩৭ ও শিখর ধাওয়ান ৩২ রান করেন।
এরপর ১৯৭ রান তাড়া করতে নামা বেঙ্গালুরুকে চেপে ধরেন দিল্লির বোলাররা। বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি ৩৯ বলে ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি রান আসে ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে।
দিল্লির হয়ে কাগিসু রাবাদা ৪টি উইকেট এবং ২টি করে উইকেট নেন অ্যানরিচ নর্টজে ও অক্সর প্যাটেল। অপর উইকেটি নেন অশ্বিন।
তবে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হন অক্সর প্যাটেল।
এই জয়ের ফলে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এক নম্বরে শ্রেয়াস আয়ারের দিল্লি। ৫ ম্যাচ খেলে চারটিতেই জয় তাদের। সমান ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বেঙ্গালুরু।