স্পোর্টস ডেস্কঃ

নতুন ক্লাব রোমার সাথে যোগ দিয়েছেন পাওলো দিবালা। করেছেন অনুশীলনও। নতুন ক্লাবে ২১ নম্বর জার্সি পড়ে মাঠ মাতাবেন তিনি। এই আর্জেন্টাইন তারকা রোমাতে যোগ দিতে পারে বেশ উচ্ছ্বসিত। কোচ হোসে মরিনহোর সাথে কাজ করতে পারবেন বলে ভালো লাগছে তার।

২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্টাসে পাড়ি দেন দিবালা। টানা ৭ বছর কাটান তুরিনের ক্লাবটিতে। গত মৌসুম শেষে জুভদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় তার। ২৮ বছর বয়সী স্ট্রাইকার ফ্রি এজেন্ট হিসেবে এ মাসেই যোগ দিয়েছেন রোমায়।

আনুষ্ঠানিকভাবে দিবালাকে নিজেদের খেলোয়াড় হিসেবে সমর্থকদের কাছে পরিচিত করে দিয়েছে রোমা। আর দলটার সমর্থকেরা দিবালাকে বরণ করে নিয়েছেন রাজার মতো।

দিবালার নতুন শুরুটা স্মরণীয় করে রাখল রোমা। সোমবার রাতে হাজার হাজার রোমা সমর্থক বরণ করে নিয়েছেন ক্লাবের নতুন এই মধ্যমণিকে।

স্থানীয় পালাজো দেলা সিভিলতা ইতালিয়ানাতে স্থাপন করা হয় মঞ্চ। সেখানে রোমার খেলোয়াড় হিসেবে দিবালাকে উন্মোচিত হওয়া দেখতে উপস্থিত তখন প্রায় আট হাজার সমর্থক। ঘোর লাগা দৃষ্টি নিয়ে রোমার জার্সি পরে ধীরে ধীরে মঞ্চে আসেন দিবালা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে