দিগবিজয়ী নজরুল
আব্দুল কাদের প্রিয়
তুমি শিখিয়েছো মোদের,
দারিদ্র কেমনে মানুষকে করে মহান।
তুমি দেখিয়েছো মোদের,
প্রতিকুলতার লড়াইয়ে কতোটা মান।
তুমি মোদের দেখিয়েছো,
কেমনে করিতে হয় উন্নত মমশির।
অদ্ভুত তুমি অন্যায়ের বিরুদ্ধে
কলমকে বানিয়েছ বীর।
কখনো তুমি হয়তোবা পাওনি
অট্টালিকার শিরি,
তবুও তোমার স্বরণে আজও মাথা নওয়ায়
সারাবিশ্বের শতশত পুষ্পতলি।
হে কবি,হে বিদ্রোহী
আমাদের প্রজন্ম কখনো পাবেনা তোমার চরনধুলী।
তবুও আজ শ্রদ্ধাভরা হৃদয়ে বলি
হে কবি,তুমি দিগবিজয়ী।