সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর ও রাণীশংকৈল পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলারবৃন্দ দায়িত্ব গ্রহন করেছেন।
১৪ মার্চ (রবিবার) পৌরসভার সম্মেলন কক্ষে দায়িত্বভার গ্রহন ও অর্পন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে সাবেক মেয়র মির্জা ফয়সল আমীন ফুলের তোরা দিয়ে নব নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বন্যাকে শুভেচ্ছা জানিয়ে দায়িত্বভার অর্পন করেন একই সাথে নব নির্বাচিত কাউন্সিলরগণকেও ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় বক্তব্য দেন, বিদায়ী মেয়র মির্জা ফয়সল আমিন, নব নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, পৌরসভার সচিব রাশেদুর রহমান, প্রকৌশলী বেলাল হোসেনসহ ১২টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলগণ পরে নব নির্বাচিত পৌর মেয়র বিদায়ী মেয়রকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা দিয়ে বিদায় জানান।
অপরদিকে রাণীশংকৈল পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে সাবেক মেয়র আলমগীর সরকার ফুলের তোরা দিয়ে নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে দায়িত্বভার অর্পন করেন একই সাথে নব নির্বাচিত কাউন্সিলরগণকেও ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে পৌরসভার চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর ও গ্রহণ শেষে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, আ’লীগ নেতা প্রশান্ত বসাক,মহিলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন প্রমুখ।
এ সময় নবাগত মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, সাবেক মেয়র রানীশংকৈল পৌরসভাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং বিদায়ী মেয়রকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।