রিমা সামন্ত, বিশেষ প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর।

ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর গ্রামে মর্মান্তিক মৃত্যু।ভাত খেতে বসে পাশের বাড়ির দেওয়াল এসে পড়ে সেই দেওয়ালে চাপা পড়ে পরিবারের ৬ জন সদস্য। সেই পরিবারের ২ অন্তঃস্বত্তা গৃহবধূর মৃত্যু হয়।মৃতাদের নাম খুশি দোলাই ও নিরঞ্জনা দোলাই।জানা গেছে দূপুর ২ টো নাগাদ পরিবারের সকল সদস্য মিলে রান্নাঘরের ভাত খাচ্ছিলেন। তখনই প্রতিবেশি রঞ্জিত দোলাই- এর দোতালা মাটির বাড়ি ভেঙে পড়ে রান্না চালায়। সেখানে ৬ জনই চাপা পড়ে।বাকিরা বেরুত পারলেও দুই গৃহবধূ চাপা পড়ে থাকে। এমতাবস্থায় গ্রামবাসীদের সাহায্য নিয়ে ১৫ মিনিট পর তাদের বের করা হয়। তারপর তাদের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার তাদের পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। তারপর তাদের দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।দেহ রাজনগর গ্রামে পৌঁছাতেই সারা গ্রাম জুড়ে কান্নার রোল। স্হানীয় পঞ্চায়েত ও দাসপুর পুলিশের তরফে দেহ সৎকারের ব্যবস্থা করা হয় এবং সমাধিস্থ করা হয় ৪ ও ৭ মাসের দুটো অপরিনত শিশুর দেহ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে