আন্তর্জাতিক ডেস্ক:

বৃষ্টির ফলে অনেকটা নিয়ন্ত্রণে এসেছে মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের দাবানল। আজ (রোববার) এতথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আরব নিউজ’।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার শুরু হওয়া দাবানলে দেশটির ৬ হাজার ৫’শ একরের বেশি এলাকা পুড়ে গেছে।

নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বিভক্ত সাইপ্রাসের উত্তরাঞ্চলের বাসিন্দাদের। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দাবানলের আগুন নেভাতে অঞ্চলটির কিরেনিয়া পর্বতমালার কান্তারা এলাকায় উপস্থিত হয় বিভক্ত সাইপ্রাসের উভয়পক্ষের বিমান, সেইসাথে বৃটিশ সামরিক এবং ইসরাইলি কর্মীরা। জ্বলন্ত রিজ লাইনের উপর পানি ছিটিয়েছিলো হেলিকপ্টারগুলো। তবে আগুন তখনও নিয়ন্ত্রণে আনতে পারে নি তারা।

পরে শুক্রবার রাতভর তীব্র বৃষ্টিপাতের ফলে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দেশটির বন বিভাগের প্রধান সেমিল কারজাওগ্লু বলেন, “আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যেখানে এখনও ধোঁয়া দেখা যাচ্ছে সেখানে আগুন নেভানোর কাজ চলছে।”

এদিকে, আঙ্কারা স্বীকৃত তুর্কি রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাসের প্রধানমন্ত্রী উনাল উস্তেল বলেছেন, “আমরা বড় ধরণের একটি বিপর্যয় থেকে বেঁচে গেছি।”  অন্যদিকে, সাহায্যের জন্য এগিয়ে আসায় আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছে দেশটির  কর্তৃপক্ষ।

গত বছরের জুলাই মাসে লারনাকা এবং লিমাসোল জেলায় ছড়িয়ে পড়া দাবানলে চারজন মিশরীয় খামারকর্মীর মৃত্যু হয়  এবং ১২ হাজার একরের বেশি জমি ধ্বংস হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে