দাদা তোমায় আজও মনে পড়ে
মোঃ আশরাফুল ইসলাম (নয়ন)
তোমার মুখের হাসিতে
হেসে ওঠেছি আমি আনন্দে।
তুমি দাদা কতো আদর দিয়ে
নিয়ে যেতে মসজিদে আমাকে।
আমার এখনো তা মনে পড়ে।
মসজিদের ঐ বারান্দায় বসে,
খেলা করতে আমার সঙ্গে।
অনেক বেশী হেসেছি,
তোমার ঐ হাসি ভরা মুখটি দেখে।
তোমার সঙ্গে গিয়েছি দাদা ছোট্ট দুটি পায়ে হেঁটে,
আদর দিয়ে কখনো আবার নিতে তুমি
কোলে।
কিছু স্মৃতি তোমার আছে আমার মনে।
তোমার আমার কিছু স্মৃতি গেছি আমি ভুলে।
দাদা তোমার কথা আমার আজও মনে আছে,
জানি আর তুমি ফিরবে না এই পৃথিবীর মাঝে।
দাদা তোমায় আজও মনে পড়ে।
কতোয়না দাদা আনন্দে
মেতে আমি ওঠেছি তোমার হাত ধরে,
সেই তুমি লুকালে গিয়ে চিরতরে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে