মোংলা প্রতিনিধি:

দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার হয়ে কাজ করতে হবে। দলের হাই কমান্ড যাকে মনোনয়ন দেবেন তিনিই হবেন দলের একমাত্র মেয়র প্রার্থী। মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। কেউ যদি দলের নির্দেশনা না মেনে প্রার্থী হতে চান তাহলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২ ডিসেম্বর) দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এ সব কথা বলেন।

এরপর মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনের জন্য আগ্রহী মেয়র প্রার্থীদের কাছে নাম প্রস্তাব করেন মেয়র তালুকদার আব্দুল খালেক। পরে বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার, পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আগ্রহ প্রকাশ করে ফরম পূরন করেন। এ সময় উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে