মোংলা প্রতিনিধি:

করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হতে পারে অপার সৌন্দর্যের লিলাভূমি বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন পর্যটন কেন্দ্র।

করোনা ভাইরাসের কারনে দীর্ঘ সাত মাস দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেয়া হয়েছিলো এই পর্যাটন কেন্দ্র। আসছে নভেম্বর মাসের শুরু থেকে আবারও সুন্দরবনে প্রবেশ কোরতে পারবে দর্শনার্থীরা। তবে কোভিড-১৯ পরিস্থিতিতে দর্শনার্থীদের জন্য থাকছে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধির কিছু নিয়ম।

সুন্দরবন বন বিভাগ সূত্রে জানা যায়, বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভায় সোমবার (১৯ অক্টোবর) পর্যটকদের জন্য খুলে দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।রেঞ্জ ও বিভাগীয় পর্যায়ে শিগগির অধিদপ্তর থেকে নির্দেশনা দেয়া হতে পারে।

এ ব্যাপারে বন ও পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার জানান, শিগগির সুন্দরবনে পর্যটক প্রবেশের অনুমতি-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে বন বিভাগ। সংসদীয় স্থায়ী কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। তবে করোনা পরিস্থিতির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

একটি জাহাজে ৫০ জনের বেশি যাওয়া যাবে না। সব স্বাস্থ্যবিধি মানতে হবে ট্যুর অপরারেটর ও পর্যটকদের। এ ব্যাপারে বন বিভাগ জানায়, করোনার সংক্রমণের কারনে গত ১৯ মার্চ পুরো সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না পাওয়ায় এ নিষেধাজ্ঞা বহাল রাখা হয়ে ছিল।

আগামি দু-একদিনের মধ্যেই সুন্দরবন খুলে দেয়ার নির্দেশনা আসতে পারে। বন অধিদপ্তরের নির্দেশনা পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে