বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা, ভারত:

আজ সকাল ৯ টা নাগাদ ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্ৰাম পঞ্চায়েতের বোরিয়া গ্ৰামে একটা বড় ধরণের বিস্ফোরণ ঘটে।

ঘটনার আকস্মিকতায় গ্ৰামের মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিতে আসে। পুলিশ সূত্রে জানা গেছে যে, গ্ৰামের বাসিন্দা মফিজুদ্দিন সরকারের বাড়িতে এই বিস্ফোরণ ঘটে এবং পাশের বাড়িতে আগুন আছড়ে পড়ে। ওই বাড়িতে মজুত রাখা বোমা থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান।

সম্প্রতি বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্ৰামে ভয়াবহ অগ্নি সংযোগ ও গণহত্যার পরে পরেই এই ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। শাসক দলের আশ্রিত সমাজ বিরোধীরাই এখন সমাজের চালিকা শক্তি বলে এলাকার মানুষ ক্ষুব্ধ। বাসন্তী থানার পুলিশ অবশ্য দ্রুত তদন্ত করে এলাকা শান্ত রাখতে উপযুক্ত ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে