বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা:
পশ্চিম বঙ্গে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলা কন্যানগরে সপ্তাহব্যাপী ২৭-তম জেলা বই মেলা আজ শেষ হলো। ২১ নভেম্বর এই মেলা উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল।
দক্ষিণ চব্বিশ পরগণা জেলা গ্ৰন্থাগার পরিষেবা অধিকার ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলা পরিষদ আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্ৰন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা জেলা পরিষদ সভাধিপতি সামিমা সেখ, সাতগাছিয়ার বিধায়ক মোহন নস্কর প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ।
স্বাগত ভাষণ দেন মেলা কমিটির সম্পাদক তথা জেলা গ্ৰন্থাগার আধিকারিক সুমন্ত বন্দ্যোপাধ্যায়।
মেলা প্রাঙ্গণে প্রায় ৬০টি স্টলে কলকাতা ও জেলার বিভিন্ন প্রকাশক নানা ধরনের বইয়ের সম্ভার নিয়ে উপস্থিত ছিলেন। দক্ষিণ চব্বিশ পরগণা জেলা গ্ৰন্থাগারের একটি বিশেষ প্রদর্শনী কক্ষ ছিল বিশেষ উল্লেখযোগ্য। এখানে বই পড়ার অভ্যাস বাড়ানোর জন্য বেশ কিছু প্রচারপত্রও নজর কেড়েছে। এছাড়া আর একটি বিপনণ কেন্দ্র উল্লেখযোগ্য, যেখানে কেবল জেলার লেখকদের বই ঠাঁই পেয়েছে।
বই দেখা ও বেচাকেনার পাশাপাশি বিভিন্ন দিনে কবি সম্মেলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। মেলার দ্বিতীয় দিন কবি সম্মেলনে স্বরচিত কবিতা পাঠ করেন পরেশ সরকার, বিশ্বনাথ মাঝি, সেখ আরব আলি, অরুণ পাঠক, শ্যামল কুমার প্রামাণিক, গীতশ্রী পাল, মানস চক্রবর্তী প্রমুখ প্রায় কুড়ি জন কবি।
অন্যান্য দিন আলোচনা সভায় শিক্ষা প্রসারে গ্ৰন্থাগার ও বই মেলার ভূমিকা বিষয়ে বলেন দক্ষিণ চব্বিশ পরগণা জেলা গ্ৰন্থাগারিক মধুসূদন চৌধুরী, জেলা গ্ৰন্থাগার আধিকারিক সুমন্ত বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রাজ্য গ্ৰন্থাগারিক অভিজিৎ ভৌমিক, লেখক অলক মণ্ডল, সুব্রত হালদার প্রমুখ। স্বাধীনতা সংগ্ৰামে বাংলার মনীষীদের অবদান সম্পর্কে আলোচনা করেন কবি ও সাংবাদিক তপনকান্তি মন্ডল, অধ্যক্ষ ডঃ সেকেন্দার আলি সেখ, অলক মণ্ডল, সুকুমার হাজরা,সৌরীশ সামন্ত প্রমুখ। সভা সঞ্চালনা করেন অরুণ দাস। প্রগতির মন্ত্র সর্ববৃহৎ গণতন্ত্র বিষয়ে আলোচনা করেন কবি ও শিক্ষক চিত্তরঞ্জন দাস, সত্যব্রত জানা, সঞ্জয় সরদার প্রমুখ। শেষ দিনে দুটি বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। পরিচ্ছন্নতার অঙ্গীকার প্রসঙ্গে বলেন জীবন বৈরাগী ,মানস চক্রবর্তী এবং পঠন পাঠনে ও আঞ্চলিক ইতিহাস রচনায় লিটল ম্যাগাজিনের ভূমিকা বিষয়ে আলোচনা করেন বর্ষীয়ান সাংবাদিক সাজাহান সিরাজ, নিশিকান্ত সামন্ত, গৌতম মণ্ডল, শক্তিপদ প্রামাণিক প্রমুখ লিটল ম্যাগাজিনের সম্পাদক ও লেখক।