তোমার জন্মদিনে
মহীতোষ গায়েন

তোমার জন্মদিনে ফুল কিম্বা উপহার নয়
জন্মদিনে হৃদয় ভরা ভালোবাসার আশ্বাস,
জন্মদিনে স্মৃতির অতলে বয়ে যাক স্রোত
তোমার জন্মদিনে প্রাণ পাক স্থির বিশ্বাস।

তোমার জন্মদিনে ঝড় হোক,বৃষ্টি আসুক
ফুল ফুটুক,পাখি গেয়ে উঠুক শান্তির গান,
জন্মদিন দৃঢ় হোক ফিরে পাওয়ার প্রত‍্যয়
তোমার জন্মদিনে হোক সম্প্রীতির কলতান।

তোমার জন্মদিনে নিরাশ্রয়ের হোক আশ্রয় খাদ‍্যহীনদের মুখে ফুটুক গরম ভাতের তৃপ্তি,
জন্মদিনে কর্মহীন ফিরে পাক কর্মের আশা
তোমার জন্মদিনে ছড়াক ভালোবাসা-দীপ্তি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে