রুদ্র অয়ন এর কবিতা  
তোমাকেই চেয়েছি আমি  
 
তুমি কি জানো,
তুমিহীন রাতগুলো
কেমন বিবর্ণ ফ্যাকাশে?
সাগরের ঢেউয়ের সাথে
ভেসে আসা মরা শামুকের মত
মনের সৈকতে আছড়ে পড়ে
অভিমানি আবেগ!
জানো কি তুমি?
পাড়ার মোড়ে
চায়ের দোকানে,
অলস অাড্ডায়
তোমাকে খুঁজে খুঁজে ক্লান্ত মনে
বেদনাহত হয়ে ফিরে যাই!
তুমি কি জানো,
আকাশের তারাগুলো
আয়োজন করে রুপকথার
রাজকুমারীর গল্প শুনিয়ে যায়!
ওরা বোঝেনা
ওরা তো জানেনা
তোমার গল্প ছাড়া
কারও গল্পই যে
ভালোলাগেনা আমার।
জানো কি তুমি?
রোজ রোজ শত সহস্র কথা
জমিয়ে কথার পাহাড় আর
এক পৃথিবী ভালোবাসা
গড়ে তুলেছি তোমার জন্য।
জানো কি তুমি?
প্রয়োজনে অপ্রয়োজনে
জীবনের প্রতিটা ক্ষণে
তোমাকেই চাই আমি।
জানো কি?
আমার আমিকে
তোমাতে বিসর্জন দিয়ে
তোমাকেই চেয়েছি আমি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে