ক্রীড়া ডেস্ক:
হারারেতে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নতুন অধিনায়ক নিয়ে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান আঙ্গুলে চোট পাওয়ায় তার দায়িত্বে মাঠে নামছে মোসাদ্দেক হোসেন সৈকত। আর সিরিজ নির্ধারনী এই ম্যাচে সোহানের বদলি হিসেবে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে খেলাটি।
জিম্বাবুয়ে সফরে তারুণ্যনির্ভর বাংলাদেশ দল পাঠালেও কাগজে কলমে অনেকটাই এগিয়ে ছিলো টাইগাররা। তবে, প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হেরে যাওয়ায় শুরু হয় নানা আলোচনা সমালোচনা। বাজে বোলিংয়ের পাশাপাশি দায়িত্বহীন ব্যাটিংয়ে প্রশ্ন ওঠে বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটের ভবিষ্যত নিয়ে।
তবে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে এসেই ঘুরে দাড়ায় টাইগাররা। মোসাদ্দেক সৈকতের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর লিটন দাসের ঝড়ো ফিফটিতে ৭ উইকেটে বড় ব্যবধানে পরাজিত করে স্বাগতিকদরে। তবে, অধিনায়ক হিসেবে প্রথম জয়ের স্বাদ গ্রহণের পরপরই বড় এক দুৎসংবাদ পান নুরুল হাসান সোহান। আঙুলে চোট পেয়ে সফরই শেষ হয়ে গেল তার। শেষ ম্যাচে আবারো নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।
সিরিজ নির্ধারনী এই ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জয় পায়।
শেষ ম্যাচে অধিনায়ককে না পেলেও জয় নিয়ে আশাবাদী বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে সিরিজ নিশ্চিত করতে চায় সফরকারিরা।
অন্যদিকে, ঘরের মাঠে দারুণ শুরু করা জিম্বাবুয়ে দ্বিতীয় ম্যাচেই ম্লান। তবে সফরকারি বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিততে মুখিয়ে আছে স্বাগতিকরা।