সরোজ উপাধ্যায়,কলকাতা: ২৩ মার্চ কলকাতার প্রেসক্লাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত লেখক,শিল্পীদের নিয়ে বিকেল ৪ টায় তৃণমূলপন্থী প্রগতিশীল জাতীয়তাবাদী সাহিত্য ও সংস্কৃতি মঞ্চের উদ্বোধন হলো। বিধায়ক দেবাশীষ কুমার ও কারিগরি দপ্তরের চেয়ারম্যান পূর্ণেন্দু বসু নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে না পারলেও প্রধান অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ সরকার ক্রেতা সুরক্ষা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ও বিশিষ্ট অতিথি হিসেবে ওয়েবকুপার সহ সভাপতি তথা বিশিষ্ট লেখক ও সংগঠক ড .মহীতোষ গায়েন অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্টেন পেনের কলমে কালি ভরে।
আহ্বায়ক হিসেবে বিশিষ্ট সমাজসেবী চন্দ্রনাথ বসু বলেন ‘আমরা পশ্চিমবঙ্গ সরকারের মতাদর্শকে পাথেয় করে মানবতাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১টি জনকল্যাণমুখী প্রকল্পের প্রচার ও প্রসার,মননশীল সাহিত্য ও সৃজনের চর্চা ও লেখক শিল্পীদের মর্যাদায় প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েই এই মঞ্চ গঠিত হলো, তিনি এবং অধ্যাপক মহীতোষ গায়েন ও আরো ২জন লেখক শিল্পীকে নিয়ে ৪ সদস্যের এক কোর কমিটি গড়ে দিয়েছেন তিনি,যারা শীঘ্রই পশ্চিমবঙ্গের সব জেলা কমিটি গঠন করবেন। এবং রাজ্য কমিটিও গঠন করা হবে বলে জানান তিনি ,যারা সরকারের কর্মসূচি গ্রাম শহরে তুলে ধরবেন’।
মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন ‘বর্তমান সময়ে শিক্ষা সংস্কৃতি, শিল্প, সাহিত্যের বিকাশ ও প্রসারে এই ধরণের মঞ্চ গঠন করে সরকারের এই সংক্রান্ত সার্বিক উন্নয়ন তুলে ধরার প্রচেষ্টা জরুরি , সেজন্য এই প্রয়াসকে সাধুবাদ জানিয়ে তার সার্বিক সাফল্য ও গতিশীলতা কামনা করে সবাইকেকে শুভেচ্ছা জানিয়ে বলেন সব সময় তিনি এই সংগঠনের পাশে থাকবেন, অধ্যাপক মহীতোষ গায়েন বলেন, ‘পশ্চিমবঙ্গের তৃণমূলপন্থী প্রায় ৪ হাজার অধ্যাপক,শিক্ষক লেখালেখির সঙ্গে যুক্ত, তাদেরকেও এই মঞ্চে সাঙ্গীভূত করে তাদের শিক্ষা সেলের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ব্রাত্য বসুর মাঙ্গলিক ও মমতাবাদী চিন্তাচেতনা ও সৃজনের ভাবাদর্শকে,সরকারের উন্নয়নমুখী আদর্শকে একসূত্রে গেঁথে আমজনতার সামনে সঠিক ভাবে উপস্থাপন করতে আমরা বদ্ধপরিকর’। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ড. সিরাজুল ইসলাম ঢালি, ডাক্তার অনির্বাণ কুন্ডু, অধ্যাপক নির্মল বর্মন, অধ্যাপিকা বিউটি কর্মকার ড. তৃপ্তি কুন্ডু রায়, ড.সমীর শীল, টুম্পা রায়চৌধুরী,বিপুল কুমার ঘোষ,ড.শিবানী পান্ডে সহ শতাধিক লেখক,শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবী