তুমি কবে আসবে?

মিজানুর রহমান

ঋতু রানী শরতের আগমনেও যেন মনে হয়,
প্রকৃতির অনুরঞ্জন ,
পুষ্পের সুবাসিত ঘ্রাণ,
ম্লান ও ফিকে হয়ে যায় তোমার অদৃশ্যে!
শীতার্ত নিস্তব্ধ রাত্রে
বসে রয়েছি একাই
তোমার অবর্তমানের ব্যাকুলতাই,
বলো তুমি কবে আসবে?

আমার হৃদয়ে আন্দোলিত
কাশফুলের দোদুল্যমান শোভা যেন,
সাজাতে উদগ্রীব হয়েছে হৃদয় মাঝে উদ্যান।
এসো!তুমি যেন মোর
উদ্যানে পুষ্প তরু,
সুগন্ধি দ্রব্য ছড়িয়ে
মাতোয়ারা করেছ আমায়
পুষ্প তরু ,তোমার সেই মনোরমতা ,বিনম্রতা
শিষ্টতা ,নিরীহতা ,অমায়িকতা
বাজাবে হৃদয়ের বীণা ও বাণী;

সুর ও ধ্বনিতে যেন ভরে উঠবে
মোর হৃদয় উদ্যান ,
প্রস্ফুটিত হবে তুমি
একি বার্তায় আগমনী ধ্বনি,
আমার ভীষন জানতে ইচ্ছে করে
তুমি কেমন আছো!
বলো তুমি কবে আসবে?

খেয়াঘাটে শঙ্খ ও কলসের ধ্বনি
মুখে সুভাষিত নৃত্যের গান,
পরনে জামদানি শাড়ি,
তোমার সবুজ আঁচলের উড্ডয়মান প্রতিচ্ছবি
যেন উঁকিঝুঁকি শরৎ এর মেঘ মালায়
চলনে পায়ের নুপুরের
শব্দের ছন্দময় ধ্বনি
তুমি এসো! তোমার পথের মসৃণ দূর্বা যেন আমি
একি তোমার আগমনী বার্তায়
বলো তুমি কবে আসবে?

সকালে হাতে খবরের কাগজ
মুখে ধূমায়িত চায়ের কাপ,
দরজায় কলিং এর আওয়াজ
প্রভাতে শিউলি তলায় কোয়েল, দোয়েল ,শ্যামা
এর নৃত্যের সমাহার
মনে হয় বসে রয়েছি
তোমার,মনের দরজায়! আঁচলের ছায়া তলায়
একি তোমার আগমনী বার্তায়
বলো তুমি কবে আসবে?

পৌষমেলায় ঠাকুরবাড়ির দৃশ্যে
কত নৃত্যের সমাহার,
চিত্রের সমাহার
কতয়না পদ্মীনির সমাহার,
তার মাঝে শুধু খুঁজে পাই তোমায়!
এসো!দুজনে বসব একই সামিয়ানায়
গল্প গুজবে মন জুড়াবে ,
আবির দোলের খেলায়
তুমি আমায় বল, কবে আসবে?

তোমায় কিছু বলার ছিল,
একি তোমার আগমনী বার্তায়
বলো তুমি কবে আসবে?
এখনো অপেক্ষারত কলেজগেটে
তোমার সেই লালিত্য দৃশ্যে,
প্রচ্ছদ গাউন এর সৌন্দর্যে
ভুলিতে নাহি পারি হৃদয়ের ব্যাকুলতা
তোমার সেই খুনসুটি,
রাগ, অভিমান,
শরৎতের স্বপ্নীল আকাশে বয়ে আনে প্রতিচ্ছবি,
মোর হৃদয়ের প্রগাঢ় আহ্বানে,
সবি কি তোমার আগমনী বার্তায়!
বলো তুমি কবে আসবে?

রেস্টুরেন্টের কেবিনে নিস্তব্ধতায় মনে হয়,
কাশ্মীরি পোলাও, ইলিশ পোলাও, ভাপা চিংড়ি,
চিকেন ব্রোকলিঃ, কলাপাতায় ইটলি দোসা, নারকেলের চাটনির মত এত সুস্বাদু খাদ্যের,বিচিত্র স্বাদ, সুরভিত ঘ্রাণ, যেন ফিকে হয়ে যায়, তোমার অবর্তমানে
আমার ভীষণ জানতে ইচ্ছে করে!
প্রিয় তুমি কবে আসবে?
বলো তুমি কবে আসবে?

রাতের স্নিগ্ধ শীতলাতে,
তোমার প্রেমগীতি শুনে,
হয়ে উঠব আমি বিজয়ী প্রেমিক!
এসো! তুমি স্বপ্নের হৃদয়ে
সুরে সুর তালে তাল মিলিয়ে
হাতে বিজয়ীপতাকা
মুখে বিজয়ী ধ্বনি
হৃদয়ের দিগন্তের মাঝে রেখো
তোমার বিজয়ীপতাকা ও মুখরিত ধ্বনি
একি তোমার আগমনী বার্তায়,
বলো তুমি কবে আসবে?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে