তুমি আসবে বলে!
মিজানুর রহমান
ঊষার আলো প্রভাত মনে
জাগিয়ে তোলে আশা,
নিরাশার বাঁধন মুক্ত হবে
শত শত প্রেমিকেরা;
তুমি আসবে বলে!
এখনো পাগল কত প্রেমিক
কে জানে কোন খানে?
নিঃস্ব হয়ে বিলিয়ে দিয়ে
সবই তোমার মাঝে;
তুমি আসবে বলে!
ভবের নিয়ম ,কালের নিয়ম
সবই যেন যাই পাল্টে,
চলতে থাকে তোমার নিয়ম
দখিনা হাওয়ার স্রোতে;
তুমি আসবে বলে!
সাগর দেশে পাড়ি দেবো
কী জানি কত দূরে?
দেখব এবার জগৎটাকে
এখনো যায়নি তবে
তুমি আসবে বলে!
সুন্দরের মাঝে নিতান্তই সুন্দর
চেয়ে থাকি দৃষ্টি পানে,
প্রিয় তোমার মুদিত নেত্র
আজ ও বিনয়ী করে তোলে;
তুমি আসবে বলে!
ভবঘুরে কাটাতে চাই
শত প্রেমিক এ জীবন,
বিধাতার একি খেলা
কত কঠিন এ সাধন;
তুমি আসবে বলে!
হৃদয় উদ্যানে বাজবে বীণা
গুঞ্জন রত ভ্রমরেরা,
হবে পুষ্প বিদারণ
মাতবে সৌরভের গন্ধে ভ্রমর;
তুমি আসবে বলে!