তপনকান্তি মণ্ডল, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা, ভারত:

আর মাত্র দু’দিন পর ভারতের স্বাধীনতা ৭৫ বর্ষপূর্তি করবে।

এই গৌরবময় ঘটনার স্মরণ উপলক্ষ্যে ভারত সরকার সারা দেশের মানুষকে অংশগ্রহণের জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে।

স্বাধীনতার অমৃত মহোৎসব নামে এই কর্মসূচিতে প্রত্যেক বাড়ীতে জাতীয় পতাকা উত্তোলন তার অন্যতম। স্বল্পমূল্যে জাতীয় পতাকা সরবরাহের ব্যবস্থা করা হয়েছে ডাকঘরের মাধ্যমে।

ভারত সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নেহরু যুব কেন্দ্রও পিছিয়ে নেই। দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ডায়মণ্ড হারবার নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন ব্লকের যুব সংগঠনের মাধ্যমে তিরঙ্গা প্রচার অভিযান শুরু হয়েছে।

ডায়মণ্ড হারবার ১ ও ২ নং, ফলতা, মগরাহাট ১ও ২নং, কুলপি, মন্দির বাজার, কাকদ্বীপ, সাগর, নামখানা, মথুরাপুর প্রভৃতি ব্লক এলাকায় নেহরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবক বাহিনী এই প্রচার অভিযানে মুখ্য ভূমিকা পালন করে চলেছেন।

জেলা যুব আধিকারিক অশোক সাহার পরিকল্পনায় ও নমামি গঙ্গের প্রকল্প আধিকারিক সুজিত ভাণ্ডারীর তত্ত্বাবধানে স্বাধীনতার অমৃত মহোৎসবে এই প্রচার অভিযান সারা জেলায় বেশ সাড়া ফেলেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে