রাজীব দত্ত, কলকাতা মহানগর বিশেষ প্রতিনিধি :

শোভন দেব এর বদলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চলেছেন ভবানীপুরের কোন নির্বাচনে এনিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে মাত্র কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ বিধানসভা, শোভন দেব চট্টোপাধ্যায় যদিও মন্ত্রিসভার দায়িত্বে ছিলেন।

তৃণমূল সূত্রের খবর বিধানসভার অধ্যক্ষের কাছে তার পদত্যাগপত্র জমা দিতে চলেছেন । তাহলে কী ভবানীপুর বিধানসভা থেকেই ফের প্রার্থী হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি?‌ মমতা ব্যানার্জিকে ৬ মাসের মধ্যে রাজ্যের কোনও একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে, আগে থেকেই যদিও একথা জানা ছিল সকলের । সেক্ষেত্রে ভবানীপুর থেকে তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে ক্রমশ জল্পনা বাড়ছে। অতীতে এই কেন্দ্র থেকেই জিততেন মমতা ব্যানার্জি। এবার বিধানসভা ভোটে মমতা ব্যানার্জি ভবানীপুরে ভোটে দাঁড়াননি। নন্দীগ্রাম থেকে ভোটে লড়াই করেছিলেন মমতা ব্যানার্জি। আর সেই লড়াইয়ে হেরে যান শুভেন্দু অধিকারীর কাছে। ২১৩ আসন নিয়ে বৃহৎ জয় পেয়েছে তৃণমূল। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে বিধানসভায় বসেছেন মমতা ব্যানার্জি। এর আগে বহুবার রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায় । এর আগেও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী হিসাবেও কাজ করেছেন তিনি। আবার হয়তো পরিবর্তন আসতে চলেছে রাজ্য সরকারের অভ্যান্তরে এটাই এখন দেখার বিষয় ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে