নিজস্ব প্রতিবেদক:
রাজধানীসহ সারা দেশে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গত সপ্তাহ থেকে চলছে এই অবস্থা। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বাড়ছে জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি।
আবহাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ভারি বৃষ্টি না হলে কমবে না।
গত সপ্তাহ থেকে রাজধানীসহ সারা দেশে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সূর্যের প্রখর রোদে আর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। ভ্যাপসা গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ আরো দু’দিন থাকতে পারে। ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম হওয়ায় ভ্যাপসা গরম থাকবে আরো কয়েকদিন।
এদিকে, অস্বাভবিক গরমে অসুস্থ হয়ে পড়ছেন সববয়সী মানুষ। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়ছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।
শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে এবং প্রচণ্ড গরমে হাসপাতালগুলোতে ডায়রিয়া, কলেরা রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে।
আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা।