খুলনা প্রতিনিধি :
শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে গত সোমবার ১৮ অক্টোবর সকালে খুলনার রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, দেশের শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের কাছে শেখ রাসেল এক ভালোবাসার নাম। দেশের শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের কাছে শেখ রাসেল এক ভালোবাসার নাম। রাসেল আজ দেশের এক মানবিক সত্ত্বা হিসেবে সবার মাঝে বেঁচে আছেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, কৃষি সম্প্রসারন অফিসার শিউলী মজুমদার, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা (ভার:) তপু সাহা, জেলা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল, মিষ্টার বাংলাদেশ আবুল কালাম আজাদ, এসএম ফেরদৌস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, আরডিও তারেক ইকবাল আজিজ, পিআইও মো. আরিফ হোসেন, সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কেএম মফিজুল আলম, সহাকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আ: মালেক প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে