নাঈম-শাবনাজ, ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় জুটি। রঙিন পর্দার এই জুটি ব্যক্তিজীবনেও জুটি বেঁধে পথ চলছেন। ১৯৯৪ সালের আজকের এই দিনে অর্থাৎ ৫ অক্টোবর তাদের চার হাত এক হয়। সেই হিসেবে আজ নাঈম-শাবনাজ জুটির ২৭ বছর।

এ বিষয়ে শাবনাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, এই করোনাকালে এটাই বড় কথা। সন্তানদের সঙ্গে বাসায় সময় কাটাচ্ছি। ঘরে রান্নাবান্না, খাওয়া-দাওয়া হবে। তবে বিবাহবার্ষিকী উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই।’

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রয়াত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় পা রাখেন নাঈম-শাবনাজ। সে সময় সিনেমাটি ব্যবসাসফল হলে তাঁরা একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেন। এ জুটির উল্লেখযোগ্য সিনেমার তালিকায় আছে ‘জিদ’, ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘অনুতপ্ত’, ‘বিষের বাঁশি’, ‘সোনিয়া’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ ও ‘ঘরে ঘরে যুদ্ধ’।

এই জুটির সবশেষ সিনেমা হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’। এরপর নানা কারণে চলচ্চিত্র থেকে দূরে সরে যান নাঈম-শাবনাজ। বর্তমানে নাঈম ব্যস্ত আছেন ব্যবসা নিয়ে আর শাবনাজ সংসার নিয়ে। এ জুটি ব্যক্তিজীবনে দুই কন্যাসন্তানের জনক-জননী।

তারা জুটি বেঁধে প্রায় ২১টির অধিক সিনেমায় কাজ করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে