নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের উপ-নির্বাচনে ঢাকা-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বিএনপির মনোনয়ন পেয়েছেন। রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবিরখান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল বিএনপি’র মনোনয়ন বোর্ড বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করে। সাক্ষাতকার শেষে আজ দলীয় মনোনয়ন বোর্ড ঢাকা-৫এবং নওগাঁ-৬ শুন্য আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিযোগিতার জন্য দুইজন প্রার্থীর নাম চূড়ান্ত করে।
সালাহ উদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবং শেখ মো. রেজাউল ইসলাম রেজু নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
ঢাকা-৫ আসনের হাবিবুর রহমান মোল্লা ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা যাওয়ায় আসন দুটি শূন্য হয়।
নির্বাচন কমিশন জানায়, আগামী ১৭ অক্টোবর ঢাকা -৫ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।