ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ৪৪তম দিনে নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় কর্পোরেশনের ৪টি ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার অবৈধ ক্যাবল সংযোগ অপসারণে অভিযান পরিচালনা করেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সদরঘাট এলাকায় অবৈধ ক্যাবল অপসারণে অভিযান পরিচালনা করেন। মনিরুজ্জামানের নেতৃত্বাধীন অভিযানে প্রায় ৯০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন। অবৈধ ক্যাবল অপসারণের পরে আদালত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটে অবস্থিত ঝুঁকিপূর্ণ দুটি যাত্রী ছাউনী উচ্ছেদ করেন এবং উচ্ছেদকৃত মালামাল
উন্মুক্ত নিলামের মাধ্যমে ৫ হাজার টাকায় বিক্রি করেন।
এছাড়া করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত আজ ১৫নং ওয়ার্ডের সাত মসজিদ রোডে অবৈধ ক্যাবল অপসারণ করেন। এসময় তিনি প্রায় ১ হাজার ৫০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন। একই সময়ে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৩৪নং ওয়ার্ডের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় হতে আল রাজ্জাক হোটেল পর্যন্ত প্রায় ৪০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল হতে অবৈধ কেবল অপসারণ করেন।
এদিকে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সুত্রাপুর কমিউনিটি সেন্টার অংশে রাস্তার দু’পাশে প্রায় ৬০০ মিটার অংশে হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন।
সব মিলিয়ে কর্পোরেশনের ৪টি ভ্রাম্যমাণ আদালত আজ প্রায় ৩ হাজার ৪০০ মিটার দূরত্বে অবস্থিত ইলেকট্রিক পোল হতে অবৈধ কেবল অপসারণ করেন। অভিযানের ফলে সৃষ্ট ক্যাবল বর্জ্যের পরিমাণ প্রায় ৩ ট্রাক। আগামীকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতগুলো যথারীতি অভিযান পরিচালনা করবে।