বিনোদন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা নায়িকা তিনি। ক্যারিয়ারে এ পর্যন্ত ১০০টিরও বেশি চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শকদের।
মাঝে ব্যক্তিগত কারণে অভিনয় থেকে দূরে থাকলেও আবারও ফিরে আসছেন আপন শক্তি নিয়ে। তিনি অপু বিশ্বাস। ১১ অক্টোবর, তার জন্মদিন।
জন্মদিনটি ব্যস্ততার মধ্যদিয়ে কাটবে বলে জানান অপু বিশ্বাস। জন্মদিন উপলক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলে ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এরপর নিজ বাসাতে সময় কাটাবেন।
অপু বিশ্বাস বলেন, “এবারের জন্মদিন এতটা ব্যস্ততার মধ্যদিয়ে কাটবে এরকম কোন পরিকল্পনা ছিল না। কারণ, এ দিন আমার পাবনায় শুটিংয়ে থাকার কথা ছিল। কিন্তু শুটিং বাতিল হওয়ায় আমার পরিবার, ফ্যান ক্লাব, চ্যানেল’সহ আরো অন্যান্য অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হচ্ছে। জন্মদিনে আমার মাকে খুব মিস করছি। প্রত্যেক জন্মদিনে মা আমার পাশে ছিলেন। এখন আর মা নেই, মা ছাড়া পৃথিবীটা খুব শূন্য লাগছে।”
এদিকে এ মাসের শেষ সপ্তাহে অপু ভারতের আসামের গোহাটিতে একটি চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন। এ নিয়ে অপু জানান, এটি সরকারি সফর, যেখানে বাংলাদেশের সিনেমা প্রদর্শিত হবে।
সম্প্রতি অপু বিশ্বাস পাবনাতে গিয়েছিলেন তার নতুন সিনেমা ‘প্রেম প্রীতি বন্ধন’এর শুটিং-এ অংশ নিতে। বেশ কয়েকদিন সেখানে শুটিং করার পর লোকজনের ভিড়ের কারণে শুটিং স্থগিত করতে হয়। এরইমধ্যে অপু সরকারী অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’র কাজ শেষ করেছেন। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। এটি ছাড়াও অপু বিশ্বাস ডায়েল রহমানের ‘ঈশা খাঁ’ সিনেমাতেও কাজ করছেন।
প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ অভিনেত্রীর পুরো নাম অবন্তী বিশ্বাস অপু। গত এক দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় রাজত্ব করেছেন তিনি। তাই ভক্তরা ভালোবেসে তাকে ঢালিউড কুইন বলেও ডাকেন।
চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি স্টেজ শো ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে দেখা যায় তাকে। যদিও সাম্প্রতিক সময়ে ক্যারিয়ারে আগের মতো সেই ব্যস্ততা নেই। সংসার ও সন্তান নিয়েই তার যত ব্যস্ততা। তবে সব কিছু সামলে মাঝে মাঝে শোবিজে সময় দিচ্ছেন।
অপু বিশ্বাস ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমাতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। সিনেমাটি বক্স অফিস কাঁপানো ব্যবসা করায় অপু বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন।
সেই থেকে শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পায়। ‘কোটি টাকার কাবিন’ সিনেমার পর শাকিব-অপু জুটির একই নির্মাতার ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’ সিনেমাগুলোও ব্যবসা সফল হয়।
এরপর আর তাকে থামিয়ে রাখা যায়নি। ‘মিয়াবাড়ির চাকর’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘কথা দাও সাথী হবে’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’ ছাড়াও অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। অপু বিশ্বাস অভিনীত শতকরা ৯৫ ভাগ সিনেমার নায়কই শাকিব খান।
সর্বশেষ শাকিব খানের সঙ্গে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ সিনেমাতে অভিনয় করেন অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে বিয়ে হয় অপু বিশ্বাসের। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে শাকিব-অপুর একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্ম হয়। গোপন থাকা এই সম্পর্ক ও সন্তান পরবর্তিতে প্রকাশ্যে আনেন অপু। জানান, শাকিব খান তার স্বামী, জয় তার সন্তান। শাকিবকে বিয়ে করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সংসার বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি।
২০১৮ সালের ১২ মার্চে আনুষ্ঠানিকভাবে শাকিবের সঙ্গে অপুর দশ বছরের দাম্পত্য জীবনের অবসান হয়। এরপর থেকে সন্তানকে নিয়ে একাই চলছেন নায়িকা।