করোনা ভাইরাসের পরীক্ষা জালিয়াতির মামলায় গ্রেফতার জোবেদা খাতুন হেলথ কেয়ারের (জেকিজি) চেয়ারম্যান ডা. সাবরিনার বিরুদ্ধে করা মামলার চার্জশিট দ্রুত দাখিল করা হবে বলে আশা প্রকাশ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেছেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে শাহেদের বিরুদ্ধে করা মামলাটি হস্তান্তর করা হচ্ছে। তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় করা মামলাটি তদন্ত করবে ডিবি। আসামিকে র্যাবে হস্তান্তর করা হবে।’
জেকেজি চেয়ারম্যান ডা. সাবরিনার মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘চেয়ারম্যান নয়, আহ্বায়ক হিসেবে ডা. সাবরিনা চৌধুরীর সম্পৃক্ততা পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আশা করছি এ মামলায় আমরা দ্রুত চার্জশিট দিতে পারবো।’
গ্রেফতারের আগে বিভিন্ন মিডিয়ায় ডা. সাবরিনা নিজেকে জেকেজির চেয়ারম্যান পরিচয় দিলেও ডিবির তদন্তে তাকে প্রতিষ্ঠানটির আহ্বায়ক দাবি করা হচ্ছে।
আব্দুল বাতেন বলেন, ‘জেকেজির চেয়ারম্যান হিসেবে কোনও ডকুমেন্ট আমরা পাইনি। তবে আহ্বায়ক হিসেবে সম্পৃক্ত থাকার কাগজ পাওয়া গেছে।’ৎ
করোনা পরীক্ষা জালিয়াতির অভিযোগে গত ১২ জুলাই ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্তোষজনক জবাব না পাওয়ায় ওইদিনই তাকে গ্রেফতার দেখায় তেজগাঁও থানা পুলিশ। এরপর গত ১৩ জুলাই ৩ দিনের ও ১৭ জুলাই ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিকে গত ১৫ জুলাই সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে বোরকা পরা অবস্থায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদকে গ্রেফতার করে র্যাব। তিনি বর্তমানে ১০ দিনের রিমান্ডে আছেন।