ষ্টাফ রিপোর্টারঃ
রাজধানীর উত্তরা হাইটেক প্রাইভেট ক্লিনিকে বসেন গাইনি বিভাগে ডা. সংযুক্তা সাহা তেজগাঁও ইম্পালস্ প্রাইভেট মেডিকেল কলেজ হাপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যায় এবং সেখানে রোগীদের এডমিট করান, চিকিৎসা দেয়ার নামে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে রোগীদের নিঃশ্ব করে ছেড়ে দেন। ডা. সংযুক্তা সাহার নামে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া,প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালে একাধিক ভুল চিকিৎসার সংবাদ প্রচার করা হলেও তিনি তার কাজে অটুট থেকে নিয়মিত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি আরও একটি আলোচিত ঘটনার জন্ম দিচ্ছেন ডাক্তার সংযুক্তা সাহা। তিনি প্রসুতি মায়েদের টার্গেট করে নানান কৌশল অবলম্বন করে প্রসূতি মায়েদের ব্যথামুক্ত,অপারেশনের মাধ্যমে বাচ্চা প্রসব করানো হবে বলে প্রলোভন দিয়ে রোগী ভাগিয়ে নিয়ে কোন রকম অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।এ রকম কয়েকটি রোগীর সাক্ষাৎকারে জানা গেছে অপারেশন করাতে গিয়ে পেটের সেলাইয়ের জায়গায় ইনফেকশন, জরায়ু কেটে ফেলা, পায়ুপথ কেটে ফেলা ইত্যাদি ভুল চিকিৎসা করা প্রসূতি রোগীদের মৃত্যুর পথযাত্রী করে তুলেন। সম্প্রতি ডা. সংযুক্তা সাহা আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেন, গত ফেব্রুয়ারিতে ভর্তি করানো হয় শ্রাবনী নামের একজন প্রসূতীকে,তাকে চিকিৎসা দেয়া হয়। ডেলিভারি করে সন্তানে জন্ম দেয়া হয় কিন্তু শ্রাবনীর সেলাইতে ইনফেকশনের তৈরি হয়।ডা. সংযুক্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে,তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করে বিষয়টি এরিয়ে যান।