বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা, ভারত :
গত ২রা জুলাই ডায়মন্ডহারবার ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ক্ষমতাসীন গোষ্ঠীকে ধরাশায়ী করে বিপুল ভোটে জয়লাভ করলো বিরোধী পক্ষ ।
বিদায়ী সভাপতি সুদীপ চক্রবর্তীকে ৮৯ ভোটের ব্যবধানে পরাজিত করে সভাপতি পদে জয়ী হলেন প্রবীণ আইনজীবী অমিতাভ সিকদার। তিনি পেয়েছেন ২২৭ টি ভোট। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেবাংশু পন্ডা। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদায়ী সম্পাদক সুদীপ হালদার কে ৭৯ ভোটে পরাজিত করেছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৮৩। এছাড়া বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পূর্ণচন্দ্র নাইয়া, সহকারি সম্পাদক হেমন্ত মন্ডল ও রুদ্র নারায়ণ হালদার, গ্রন্থাগার সম্পাদক বিধান চন্দ্র মন্ডল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক বিজয় মন্ডল, এবং কোষাধ্যক্ষ দেবাশীষ নাইয়া।
ক্ষমতাসীন গোষ্ঠীর পরাজয়ের পেছনে তাদের অহমিকা অসদাচরণ ও দুর্নীতি আছে বলে অধিকাংশ আইনজীবী মনে করেন। বিদায়ী সভাপতি সুদীপ চক্রবর্তীর মতে স্থানীয় শাসক দলের রাজনৈতিক গোষ্ঠী দ্বন্দ্বের ফলে এই নির্বাচনে অন্তর্ঘাতের প্রভাব পড়েছে।
তবে যাই হোক আইনজীবী প্রণব গায়েনের নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের পরিচালনায় এবার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। নবনির্বাচিত পদাধিকারীরা আদালতের সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সচেষ্ট থাকবেন বলে অভিমত প্রকাশ করেছেন।