বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা, ভারত:
করোনা আতঙ্ক এখনও কাটেনি। অতিমারি কালে বেশ কয়েকজন আইনজীবীকে হারিয়েছে ডায়মন্ড হারবার আদালত। আইনজীবী ও সংযুক্ত কর্মীদের জন্য সেসময় ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
এবার বুস্টার ডোজ দেওয়ার জন্য জেলা হাসপাতালের সহযোগিতায় আজ ডায়মন্ডহারবার মহকুমা আদালতে কোভিড ভ্যাকসিন বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হলো।
আইনজীবী, মোহরার ও তাদের পরিবারের সদস্যদের জন্য মূলত এই ব্যবস্থাপনার উদ্যোগ নেন ক্রিমিনাল কোর্ট বার এসোসিয়েশন।
এসিজেএম পায়েল ব্যানার্জী এই শিবির উদ্বোধন করেন। মহকুমা উপশাসক অজয় সেনগুপ্ত, জেলা হাসপাতালের ডাঃ আকবর আলি, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উত্তম দাস প্রমুখ সর্বতোভাবে সহযোগিতা করেন বলে জানিয়েছেন বার এসোসিয়েশনের সম্পাদক দেবাংশু পণ্ডা। এই শিবিরে ২০৫ জনকে কোভিশিল্ড এবং২৭ জনকে কোভ্যাক্সিন ২৭ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। বার এসোসিয়েশনের সভাপতি অমিতাভ সিকদার, সহ সভাপতি পূর্ণ চন্দ্র নাইয়া ও অন্যান্য সদস্যদের সহযোগিতায় এই কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।