তপনকান্তি মন্ডল, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগনা, ভারত :
আজ ৯ জুন সকালে ডায়মন্ড হারবারের কাছে বাসুলডাঙ্গা ও নেতড়া স্টেশনের মাঝামাঝি রেল লাইনের ধারে এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ উদ্ধার করে ডায়মনণ্ড হারবার থানার পুলিশ।
সকালে স্থানীয় মানুষের মাধ্যমে খবর পেয়ে ডায়মণ্ড হারবার থানার বিশাল পুলিশ বাহিনী অবস্থানে অকুস্থলে পৌঁছে যায়। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষও ভীড় করে। পুলিশ দক্ষতার সঙ্গে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ডায়মণ্ড হারবার জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। মৃতের কোন পরিচয় এখনো জানা যায়নি।
তবে মৃতদেহের সঙ্গে থাকা প্রেসক্রিপশনে রেজিনা বিবি নাম আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ইনি সেই রেজিনা বিবি কিনা বা তার বাড়ি কোথায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত রূপে জানা সম্ভব হয়নি। খুনের মোটিভ সম্পর্কে পুলিশ প্রাথমিকভাবে প্রণয় ঘটিত কারণ থাকতে পারে বলে অনুমান করেছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।