বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা, ভারত:
আজ (৩১/০৫/২০২২) সাতসকালে ডায়মণ্ড হারবার থানার কাছে বাটা পেট্রোল পাম্পের সামনে রাস্তায় কর্তব্যরত এক পুলিশ কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় থানা সূত্রে জানা গেছে যে, মৃত পুলিশ কর্মীর নাম সমীর দাস। তাঁর বাড়ী হাওড়া জেলায়। তিনি ডায়মণ্ড হারবার থানায় এস, আই,পদে যুক্ত ছিলেন এবং গতকাল রাতে ৫/৬ কিমিঃ দূরে সরিষা হাট এলাকায় ডিউটিতে ছিলেন। ফিরে এসে থানায় রিপোর্ট করার কথা।
একজন কর্তব্যরত পুলিশ কর্মীর এরূপ অস্বাভাবিক মৃত্যুতে ডায়মণ্ড হারবার এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে প্রাথমিক ভাবে দুর্ঘটনাজনিত কারণে এই অস্বাভাবিক মৃত্যু হতে পারে বলে জানানো হয়েছে এবং সেই মর্মে একটি লাক্সারি বাস আটক করেছে। তবে সি সি টিভি-র ফুটেজ খতিয়ে দেখে ঘটনার উপযুক্ত তদন্ত না হওয়া পর্যন্ত এবিষয়ে নিশ্চিত কিছু বলা যাবে না। ডায়মণ্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি ঘটনাস্থলে এসে উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছেন।