বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা:
আজ সকাল ১০টা নাগাদ ডায়মণ্ড হারবার ৯ নং ওয়ার্ডের অন্তর্গত কেল্লার মোড়ে মৎস্য ব্যবসায়ী আনসার আলি গাজীর একটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে।
প্রথমতঃ স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও তা বিফলে যায়। এরপর স্থানীয় থানা ও দমকল বিভাগকে খবর দেওয়া হয়। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি থাকায় আগুন নেভাতে দমকলের দুটি ইঞ্জিন নিয়ে কর্মীরা কয়েক ঘণ্টা ধরে কঠোর পরিশ্রম করেন।
দমকল সূত্রে প্রাথমিক অনুমান যে, শর্ট সার্কিটের ফলে গোডাউনে আগুন লাগে। তবে অধিকাংশ দাহ্য বস্তু থাকার কারণে আগুন বিধ্বংসী আকার নেয় এবং আশেপাশের বেশ কিছু বাড়ী ও দোকান এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার খবর পেয়ে ডায়মণ্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস ও স্থানীয় কাউন্সিলর স্বপন দাস অকুস্থলে হাজির হলে সাধারণ মানুষ বেআইনি আড়ৎ গোডাউন প্রভৃতির বিরুদ্ধে সোচ্চার হন ও বিক্ষোভ দেখান। চেয়ারম্যান সবকিছু খতিয়ে দেখার আশ্বাস দেন ও জনগণকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানান।