বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা, ভারত:

ভারত সরকারের নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে ডায়মণ্ড হারবার মহকুমা রবীন্দ্র ভবনে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জেলা যুব উৎসব অনুষ্ঠিত হয়।

ডায়মণ্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার প্রদীপ জ্বালিয়ে এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে উৎসবের সূচনা করেন।

বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ সৌমেন চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য ডলি কয়াল, নেহরু যুব কেন্দ্রের রাজ্য অধিকর্তা রাজীব মজুমদার, উপ অধিকর্তা অশোক সাহা, নমামি গঙ্গে প্রকল্পের জেলা আধিকারিক সুজিত ভাণ্ডারী প্রমুখ।

স্বাধীনতার ৭৫-বর্ষ পূর্তি উপলক্ষে দেশ গঠনে যুব সমাজ তথা নাগরিকদের কর্তব্য বিষয়ে অঙ্কন, ফোটোগ্রাফি, বক্তৃতা, স্বরচিত কবিতা, নাচ, গান প্রভৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন ব্লক থেকে কয়েক শত শত ছাত্র যুবা এই উৎসবে অংশগ্রহণ করেন।

স্বাধীনতার শতবর্ষে ভারতের অবস্থান কেমন হতে পারে সেসম্পর্কে জাতীয় স্বেচ্ছাসেবী প্রতিনিধিরা আলোচনা করেন।

সবশেষে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য শিল্পীরা। সভা সঞ্চালনা করেন রথীন কাঞ্জী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে