তপনকান্তি মণ্ডল, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা:

ডায়মণ্ড হারবার নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে আজ ডায়মণ্ড হারবার মহকুমার বিভিন্ন গ্রামে বিশ্ব বাই সাইকেল দিবস উদযাপন করা হল।

নেহেরু যুব কেন্দ্র ডায়মন্ডহারবার শাখার ডেপুটি ডিরেকটর অশোক সাহা এবং নমামি গঙ্গা প্রোগ্রামের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার সুজিত ভান্ডারীর তত্ত্বাবধানে ডায়মন্ড হারবার – ২ ব্লকের ভাদুড়া, মগরাহাট-১ ব্লকের দক্ষিণ বিষ্ণুপুর এবং মন্দিরবাজার ব্লক এর মল্লিকপুর গ্রামে এই দিবস পালিত হয় ।

কেবল নিজেদের শরীরকে সুস্থ রাখা নয়, সেই সঙ্গে পরিবেশকে দূষণমুক্ত করার বার্তা নিয়ে এদিন স্থানীয় যুবক-যুবতী ও সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নমামি গঙ্গে প্রোগ্রাম-এর প্রোজেক্ট অফিসার সুজিত ভান্ডারী,সমাজসেবী রথীন কাঞ্জী, সজল কান্তি কয়াল প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল ইয়ুথ ভলেন্টিয়ার অগ্নিভা কয়াল, রাজিয়া খাতুন, সুদীপ্ত কামাল, বিক্রম প্রামানিক, উজ্জ্বল প্রামাণিকসহ আরো অনেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে