হাবিবুর রহমান চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ডাবল লেনে উন্নীত হচ্ছে কুড়িগ্রাম-চিলমারী সড়কের প্রায় ৯ কিলোমিটার অংশ। প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

ফলে সড়কটির সংশ্লিষ্ট অংশের প্রশস্থতা ১৮ থেকে ২৪ ফুটে উন্নীত হচ্ছে। সড়কের চিলমারী নৌবন্দর এলাকায় প্রায় আড়াই কিলোমিটার দূরত্ব আরসিসি পিগমেন্ট সড়ক করা হচ্ছে। কুড়িগ্রাম সড়ক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। সড়ক বিভাগ জানায়, কুড়িগ্রাম থেকে চিলমারীর দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। সড়কটি রিজিওনাল হাইওয়ের অন্তর্ভুক্ত। এই সড়কটির বেশিরভাগ অংশ ১৮ ফুট প্রশস্থ। এটির প্রশস্থতা বাড়িয়ে ২৪ ফুট ডাবল লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কটির প্রায় ৯ কিলোমিটার অংশ ডাবল লেন করার কাজ শুরু হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে কেতার মোড় পর্যন্ত চার কিলোমিটার, পাঁচপীর বাজার থেকে দুর্গাপুর বাজার পর্যন্ত সাড়ে ১৬০০ মিটার এবং উলিপুর বাজার এলাকায় সাড়ে ৭০০ মিটার অংশ ডাবল লেনে উন্নীত করা হচ্ছে। এছাড়াও সড়কের শেষ অংশে অর্থাৎ চিলমারী উপজেলার মাটিকাটা মোড় থেকে নৌবন্দর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক আরসিসি পিগমেন্ট দিয়ে প্রশস্থ করে ডাবল লেনে উন্নীত করা হচ্ছে। সড়ক বিভাগ আরও জানায়, প্রায় ২৪ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে সড়কটি ডাবল লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। মোজাহার এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান এটি বাস্তবায়ন করছে। আগামী জুনের মধ্যে সড়কটির সংশ্লিষ্ট অংশ ডাবল লেনে উন্নীত করার কাজ শেষ হবে। সড়ক বিভাগ কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, কুড়িগ্রাম-চিলমারী সড়কটি আপাতত প্রায় ৯ কিলোমিটার অংশ ডাবল লেনে উন্নীত করার কাজ শুরু হলেও পরবর্তীতে বরাদ্দ সাপেক্ষে সড়কটির অবশিষ্ট অংশও ডাবল লেনে উন্নীত করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে