সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও এর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপার” এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষ্যে কেক কাঁটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৮ জুন (সোমবার) বিকেল ৫ টার সময় পত্রিকার নিজস্ব কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভায় ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট আ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপার এর নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশন বিটিভি ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট আ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল আওয়াল, দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কুদরত আলী, দৈনিক ডেল্টা টাইম পত্রিকার জেলা প্রতিনিধি আলমগীর হোসেন, সুপ্রভাত উত্তরবঙ্গ জেলা প্রতিনিধি সাইমন হোসেন, দৈনিক দাবানল পত্রিকার জেলা প্রতিনিধি আল ফায়সাল অনিক, সুপ্রভাত উত্তরবঙ্গ পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আইনুল হক সহ জেলা ও উপজেলা কর্মরত প্রতিনিধিরা।

ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপারের সম্পাদক মোঃ আবুল হাছান বলেন, হাঁটি হাঁটি পা পা করে পোর্টাল টি সংবাদ প্রকাশের ২ বছর অতিক্রম করে তৃতীয় বছরে পদার্পণ করেছে এই বিশেষ দিন উপলক্ষে পত্রিকার পরিবারের পক্ষ থেকে পাঠক ও সুধীজনদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে বক্তারা বলেন, সকলের ভালোবাসা ও সহযোগিতায় ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপার গণমানুষের মুখপত্র হিসেবে আগামী দিনগুলোতে কাজ করে যাবে বলে সকলকেই একসাথে কাজ করার আহবান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে