Dhaka ১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও হরিপুরে টিউবওয়েলের পানি পান করে চেয়ারম্যান পরিবারের ৭ জন অজ্ঞান

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • ৮৯ Time View

সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় টিউবওয়েলের পানি পান করে একই পরিবারের ৭ জন অজ্ঞান হয়েছে বলে জানা গেছে।

গত ২ মে (রবিবার) উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র সহ পরিবারের সদস্য দিলীপ চন্দ্র (ছেলে), দীপ্তি রানী (বউমা),মিনা রানী (মেয়ে), মন্দিরা (নাতনী), চৈতী রাণী, (নাতনী), পঞ্চগড় জেলার দেবীগঞ্জে কাঞ্চন নরেশের স্ত্রী কাঞ্চনসহ মোট ০৭ জন বাড়িতে সকালে বিভিন্ন সময় খাওয়া দাওয়া করে রহস্যজনকভাবে তন্দ্রাচ্ছন্ন হয়ে যার মত শুয়ে পড়ে।

সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র রায় জানান,আমার নাতনী চৈতী একটু দেরিতে ভাত খায় তার মামি দীপ্তি বলে যে আমার ঘুম ঘুম ভাব লাগছে তুমি খেয়ে নিও চৈতী দুপুর অনুমান ১২.০০ টার সময় ভাত খায় এবং সকলেই অচেতন অবস্থায় বাড়িতে ঘুমিয়ে পরে এরপর বিকাল ৩.৩০ মিনিটের সময় আমার ছেলে দিলিপ চন্দ্র মোটরসাইকেল যোগে বাড়ি হইতে হরিপুর বটতলী বাজার যায় বিকাল অনুমানিক ০৫.৫০ মিনিটের সময় টলমল অবস্থায় বাড়ীতে ফেরার পথে বাজারের সামনে ভ্যানের সংঙ্গে ধাক্কালাগে পড়ে যায় পরে আশেপাশের লোকজন তাকে মোটরসাইকেল সহ বাড়িতে পৌঁছাইয়া দিতে গিয়ে দেখে বাড়ির সকল সদস্য অচেতন অবস্থায় শুয়ে আছে পরে থানায় বিষয়টি অবহিত করা হলে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে ওসি এস এম আরঙ্গজেব এবং সবাইকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হরিপুর থানা অফিসার ইনচার্জ এস এম আরওঙ্গজেব বলেন,বিষয়টি আমাদের কে অবহিত করলে, আমরা বসত বাড়িতে নিরাপত্তা জোরদার করির জন্য পুলিশ মোতায়েন করেছি এবং তদন্ত করে দেখছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

ঠাকুরগাঁও হরিপুরে টিউবওয়েলের পানি পান করে চেয়ারম্যান পরিবারের ৭ জন অজ্ঞান

Update Time : ০৭:০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১

সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় টিউবওয়েলের পানি পান করে একই পরিবারের ৭ জন অজ্ঞান হয়েছে বলে জানা গেছে।

গত ২ মে (রবিবার) উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র সহ পরিবারের সদস্য দিলীপ চন্দ্র (ছেলে), দীপ্তি রানী (বউমা),মিনা রানী (মেয়ে), মন্দিরা (নাতনী), চৈতী রাণী, (নাতনী), পঞ্চগড় জেলার দেবীগঞ্জে কাঞ্চন নরেশের স্ত্রী কাঞ্চনসহ মোট ০৭ জন বাড়িতে সকালে বিভিন্ন সময় খাওয়া দাওয়া করে রহস্যজনকভাবে তন্দ্রাচ্ছন্ন হয়ে যার মত শুয়ে পড়ে।

সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র রায় জানান,আমার নাতনী চৈতী একটু দেরিতে ভাত খায় তার মামি দীপ্তি বলে যে আমার ঘুম ঘুম ভাব লাগছে তুমি খেয়ে নিও চৈতী দুপুর অনুমান ১২.০০ টার সময় ভাত খায় এবং সকলেই অচেতন অবস্থায় বাড়িতে ঘুমিয়ে পরে এরপর বিকাল ৩.৩০ মিনিটের সময় আমার ছেলে দিলিপ চন্দ্র মোটরসাইকেল যোগে বাড়ি হইতে হরিপুর বটতলী বাজার যায় বিকাল অনুমানিক ০৫.৫০ মিনিটের সময় টলমল অবস্থায় বাড়ীতে ফেরার পথে বাজারের সামনে ভ্যানের সংঙ্গে ধাক্কালাগে পড়ে যায় পরে আশেপাশের লোকজন তাকে মোটরসাইকেল সহ বাড়িতে পৌঁছাইয়া দিতে গিয়ে দেখে বাড়ির সকল সদস্য অচেতন অবস্থায় শুয়ে আছে পরে থানায় বিষয়টি অবহিত করা হলে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে ওসি এস এম আরঙ্গজেব এবং সবাইকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হরিপুর থানা অফিসার ইনচার্জ এস এম আরওঙ্গজেব বলেন,বিষয়টি আমাদের কে অবহিত করলে, আমরা বসত বাড়িতে নিরাপত্তা জোরদার করির জন্য পুলিশ মোতায়েন করেছি এবং তদন্ত করে দেখছি।