সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মানসুরুল আলী (৬০) নামের এক ব্যক্তির গলায় ফাঁস অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
২৫ মে (মঙ্গলবার) সকালে উপজেলার ৫ নং সদর ইউনিয়নের পুতলা পুকুর নামক স্থানে একটি আমগাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত মানসুরুল হরিপুর উপজেলার খোড়লা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা তবে এ বিষয়ে হরিপুর থানা একটি ইউডি মামলা দায়ের হয়েছে।