সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন পাটিয়াডাঙ্গী বাজার সংলগ্ন একটি মরিচ ক্ষেত থেকে খলিলুর রহমান (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
৮ মার্চ (সোমবার) গভীর রাতে এ ঘটনা ঘটলে স্থানীয় লোকজন ৯৯৯ কল দেয় রাত ২ টায় খবর পেয়ে ভোর ৫ টায় ঠাকুরগাঁও থানার পুলিশ, রুহিয়া থানা পুলিশ, সিআইডি, পিবিআই ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে।
মৃত খলিলুর রহমান বড়গাঁও ইউনিয়নের মোলানখড়ী গ্রামের মৃত গফুর উদ্দিন এর ছেলে এবং পোস্ট অফিসের ডাক পিয়ন।
মৃত খলিলুর এর ভাতিজা এনামুল হক বলেন , গতকাল মাগরিবের নামাজ পড়তে যায় পাটিয়াডাঙ্গী বাজার মসজিদে নামাজ পড়ে আর বাড়িতে ফিরেনি অনেক খোঁজাখুজির পরে পাটিয়াডাঙ্গী বাজার এলাকায় একটি মরিচ ক্ষেতে লাশ পাওয়া যায়।
এ বিষয় রুহিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, পুলিশের হটলাইন ৯৯৯ ফোন পাওয়ার পরে আমরা লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পেলে আমরা প্রকৃত তত্ত্ব উদঘাটনের জন্য কাজ করব।